• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৫, ০২:৫৬ পিএম খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কালাম (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৪০), ছেলে সোহেল (১৯), সুজন (১৮) ও সাগর (১৬), প্রতিবেশী নজরুল (৪৫) ও মন্ডল (৪০) একযোগে ধারালো চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়।
আসামিরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, আমার বাবাকে মারছে নাজমা, সোহেল, সুজন, সাগর, কালাম, জয়, বিজয়, সোহেল, আরিফ। টাকার জন্য একজনকে মারতে গেছিল আমরা ছাড়ায়ে দিয়েছিলাম। আমার ছোট ভাইকে তাড়া করছিল। আমার ভাইকে মারতে পারেনি। আজকে আমার বাবা বাজার করতে গেছিল তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যার বদলে মৃত্যুদন্ড চাই।
নিহতের স্ত্রী শাহিনুর বলেন, নাজমা আমার ছোট বোন। আমাদের সাথে পারিবারিক সমস্যা। আমার বোবা ছেলেকে মারতে গেছিল পারেনি। নাজমার তিন ছেলে সোহেল, সুজন, সাগরসহ আরও অনেকে মিলে আজ আমার স্বামীরে মেরে ফেলেছে। সুদের টাকা দিয়ে ওরা ২টা বাড়ি করেছে।

Side banner