ময়মনসিংহের ভালুকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আবু সাঈদ উপজেলার নিশাইগঞ্জ এলাকার মো. জালাল উদ্দীনের ছেলে।
মামলার এজাহার ও প্রেস নোট সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশু একজন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। অভিযুক্ত আবু সাঈদ ও ভিকটিমের বাড়ির পাশাপাশি। এই সুবাদে ভিকটিম প্রায়শই আসামীর বাড়িতে যাতায়াত ছিলো।
গত (৩ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার দিকে ভিকটিম সাঈদের বাড়িতে গেলে সাঈদ কৌশলে তাকে তাদের বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে সে শিশুটির মুখ চেপে ধরে তার পোশাক খুলে জোরপূর্বক ধর্ষণ করেন এবং এ বিষয়ে কাউকে কিছু না জানাতে বলে ও শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে ঘর থেকে বের করে দেয়।
ঘটনার তিন দিন পর ৬ অক্টোবর ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পারে এবং ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে। পরে অভিযোগের ভিত্তিতে, এসআই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোসর্সহ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু সাঈদকে নিশাইগঞ্জ (পাগলা মার্কেট) থেকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :