পরপর দুইবার টাকার ব্যাগ পেয়ে ফিরিয়ে দেন উজ্জ্বল
সন্ধ্যার পর রাস্তায় হাঁটছিলেন উজ্জ্বল, সামনে এক পলিথিন পেয়ে তা পা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু সরাতেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে পলিথিনে থাকা অনেকগুলো হাজার টাকার নোট! আশপাশে কেউ নেই, নিয়ে নিলেও পারতেন! তবে তা না করে সবাইকে জানিয়ে পাশের এক দোকানে টাকাগুলো গচ্ছিত রাখেন। পরে মাইকিং করে মালিককে খুঁজে ফেরত দেন তিনি।