স্পেনে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীর ঐক্যের সংগঠন হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে কমিউনিটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের এই প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কামরুজ্জামান সুন্দর, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল মুজাক্কির, সাঈদ মিয়া, আব্বাস উদ্দিন, আবু জাফর রাসেল, সিপার আহমেদ, সাইফুল মুন্সি, আসাদ আলী, আব্দুর রশিদ, আবু তাহের মিসবাহ, মাওলানা আবুল কালাম শিবলু, আব্দুল কারীম শিপন প্রমুখ।
বক্তারা গ্রেটার সিলেট ঐক্যবদ্ধ রাখতে হলে চারটি জেলার সমন্বয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এতে উপস্থিত ছিলেন— হাফিজ মিয়া, সাইফুল আমিন, খিজির মিয়া, মিজানুর রাহমান চৌধুরী স্বপন, ইমরান আহমেদ, জুয়েল আহমেদ মালেক, ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম সুজন, মাওলানা আনাছুর রহমান চৌধুরী, ছাদিকুর রহমান, আবিদুর রহমান জসিম, লুৎফুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন : :