• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ধনপাতা বনবিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | নোমাইনুল ইসলাম  অক্টোবর ১০, ২০২৫, ০৪:০৭ পিএম ধনপাতা বনবিহারে ২১তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

রাঙামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ১১৮নং ধনপাতা মৌজাস্থ ধনপাতা বনবিহারে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২১তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুশাসন ও শ্রদ্ধানুষ্ঠান “কঠিন চীবর দান” উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভিক্ষু, উপাসক-উপাসিকা, নারী-পুরুষ ও শিশু-কিশোররা বনবিহার প্রাঙ্গণে সমবেত হন। ধর্মীয় গান, পূজা ও দান কর্মের মাধ্যমে সারাদিন জুড়ে চলে এই ধর্মীয় উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “ধর্ম যে মানুষের আত্মার শান্তি ও মানবকল্যাণের জন্য, তা আজকের এই চীবর দান অনুষ্ঠান আমাদের স্মরণ করিয়ে দেয়। ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজে সম্প্রীতি ও সহাবস্থান গড়ে তোলাই আমাদের দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি জনাব মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রনেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাদন বিকাশ চাকমাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভিক্ষুসংঘ ধনপাতা বনবিহারের প্রধান ভিক্ষুর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা, দানোত্তম চীবর দান ও আশীর্বাদ কর্ম অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বুদ্ধপূর্ণ আহার ও প্রসাদ বিতরণ করা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ জনগণ বলেন, প্রতি বছর এ আয়োজন তাদের মিলনমেলা ও আধ্যাত্মিক চেতনার উৎসব হিসেবে পরিণত হয়। ধর্মীয় সৌহার্দ্য, শান্তি ও ভক্তির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় ভিক্ষু সম্প্রদায়, বনবিহার কমিটি, তরুণ স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা উল্লেখযোগ্য ছিল।

Side banner