কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় মানিকারচর গ্রামের নিজ বাসা থেকে তাজুল ইসলাম তাজকে কুমিল্লা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকারচর ইউপি ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুল বাতেন।
কেন তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। তবে গ্রেফতার করেছে এটা সঠিক।
গ্রেফতারের বিষয়ে মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, এখন বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ডিবি পুলিশ তাজুল ইসলামকে মানিকারচর গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছেন।
আপনার মতামত লিখুন : :