দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ সামছুল আলম দুদু এবং তিার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন সাবেক সাংসদ দুদুর স্ত্রী মেহের নিগার, মেয়ে সোহেলী নাজমিন তানিয়া ও ছেলে মেহেরাজ আলম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন সংস্থার উপসহকারী পরিচালক শাফিউল্লাহ।
আবেদনে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় সাবেক সাংসদ সামছুল আলম দুদুর সম্পদ দেখানো হয় ২০ লাখ ২৮ হাজার টাকা। তবে বর্তমানে এক কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানকালে দুদক জেনেছে, সামছুল আলম দুদুর পরিবার তাদের সম্পদ হস্তান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দেশত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।
আপনার মতামত লিখুন : :