• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
দু’দিন পর লাশ উদ্ধার

বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ


বাঞ্ছারামপুর বার্তা | সালমা আহমেদ অক্টোবর ৯, ২০২৫, ০৯:৩১ পিএম বাঞ্ছারামপুরে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত মঙ্গলবার (৭ অক্টোবর) ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ইব্রাহিম নামে এক শিশু নিখোঁজ হয়েছিলো। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জেলেরা ঘটনাস্থল বাঞ্ছারামপুর সদর পৌরসভা হতে ৭ কি: মি: দুরে সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় নিথর ইব্রাহিমের মৃতদহ উদ্ধার করে। পরে অভিভাবকদের খবর দিলে লাশ শনাক্ত করে স্বজনেরা। 
নিখোঁজ ইব্রাহিম বাঞ্ছারামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ ভূঁইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সরেজমিনে ইব্রাহিমের বাড়িতে গেলে দেখা যায় শোকাবহ পরিবেশ। শত শত লোক লাশ দেখার জন্য অপেক্ষমান। এসেছে স্কুলের সহপাঠী শিক্ষার্থী শিক্ষক। 
বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিল আফরোজ শামীমা বলেন, ইব্রাহিম অনেক মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিলো। তার পানিতে ডুবে মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।
ইব্রাহিমের স্বজনরা জানায়, মঙ্গলবার বন্ধু নাঈম ও আরেক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে যায় ইব্রাহিম। সাতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে ভেসে তলিয়ে যায়। বন্ধুরা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হলে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। 
খবর পেয়ে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের একটি দল টিম লিডার আব্দুল কাদেরের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও শিশুটির সন্ধান না পাওয়ায় চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান চালান। ওই অভিযান চলে বুধবার বিকেল পর্যন্ত। খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরী দল।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া স্থানীয় যুবক ফয়সাল আহমেদ বলেন, বাচ্চারা নদীতে নেমেই খেলা করছিল, পরবর্তীতে নদীর স্রোতের তাল মিলাতে না পেরে ইব্রাহিম ভেসে যায়। পরে আমরা স্থানীয় এলাকার জনগণ নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করি এবং ফায়ার সার্ভিসের অফিসে কল দেই।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার সেন্টু চন্দ্র সেন বলেন, খবর পেয়েই আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। পরবর্তীতে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়, কয়েকঘন্টা অভিযান পরিচালনা করা হলেও শিশুটি উদ্ধার করা সম্ভব হয় নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়, বহু চেষ্টা করেও শিশিটিকে না পেয়ে অভিযান বন্ধ করে দেই।
এদিকে জেলেরা ইব্রাহিমের লাশের সন্ধানের খবর পাওয়ার পর বাকরুদ্ধ তার মা ও বাবা। এলাকায় চলছে শোকাবহ পরিবেশ।

Side banner