বিএনপির ঘাটি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া ৬ (বাঞ্ছারামপুর) আসনই এবার ফিরে পেতে চায় দলটি। সে জন্য বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বুধবার (৮ অক্টোবর) বিক্ষোভ মিছিল করেছে। তারা দাবী জানিয়ে বলেছে, ডান বাম বুঝি না, এই আসনে ধানের শীষের যে কোন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।
অন্য কোন প্রার্থীকে তারা মেনে নিবে না বলে হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন। উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেউই ধানের শীষের প্রার্থী ছাড়া জোটের অন্যকোনো শরিক দলের প্রার্থী কে দেখতে চায়না বলে স্পষ্ট করেছে দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নের্তৃত্ব।
উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের নের্তৃত্বে বুধবার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলের উপজেলার কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ করে। সেখানে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিটন সরকার, সভাপতি প্রার্থী আশিকুর রহমান অন্তু প্রমুখ।
ছাত্রদলের বক্তারা বলেন, বিগত দেড় দশকের জুলুম-নির্যাতনের আমলে বিএনপি তথা ছাত্রদলের সবাই জেল জুলুম সহ্য করে দল করেছি। ছাত্রদলের সহ সভাপতি নয়ন পুলিশের গুলিতে মারা গেছে। এখন উড়ে এসে জুড়ে বসতে চাইছে জোটের শরীক দল। যাদের নূন্যতম গ্রহণ যোগ্যতা নেই। আমরা ধানের শীষের প্রার্থী চাই।
অন্যদিকে বিএনপির অন্যতম শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার সব ইউনিয়নে জয়ের আশায় চালাচ্ছে জোর তৎপরতা।
জামায়াতে একক প্রার্থী থাকলেও বিএনপিতে উপজেলার এই আসনে রয়েছেন অন্তত ডজন খানেকেরও বেশি সম্ভাব্য প্রার্থী। তারা দলীয় কর্মসূচি এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন।
আপনার মতামত লিখুন : :