• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বিএসবি গ্লোবালের বাসার গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ১০:৩০ পিএম অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বিএসবি গ্লোবালের বাসার গ্রেপ্তার

দেশে-বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’ এর কর্ণধার লায়ন এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি টিম তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ইউনিটটির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সিআইডির প্রাথমিক তদন্তে উঠে আসে, খায়রুল বাশার তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশারকে সঙ্গে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র গড়ে তোলেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ‘বিদেশে উচ্চশিক্ষার সুযোগ’ দেওয়ার আশ্বাস দিয়ে শত শত শিক্ষার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়।
প্রতারক চক্রটি চটকদার বিজ্ঞাপন, ভুয়া ভিসা প্রসেসিং এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রতিনিধিত্ব দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতো। তদন্তে দেখা যায়, অনেক শিক্ষার্থীর নামে আদৌ কোনো আবেদন বিদেশি প্রতিষ্ঠানে করা হয়নি, আবার কেউ কেউ বিদেশে গিয়ে কঠিন বিপদের সম্মুখীন হন।
এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে, ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীদের মধ্যে অনেকেই বিভিন্ন থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছেন।
তদন্তে আরও জানা গেছে, আদায়কৃত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করে তা দিয়ে স্থাবর সম্পদ ক্রয়, ব্যবসা পরিচালনা এবং অবৈধভাবে অর্থ স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। অনেকেই প্রতারণার শিকার হয়ে গুলশান থানাসহ সারা দেশে একাধিক মামলা করে।

Side banner