• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা

জুলাই স্মরণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হবে অনুষ্ঠান


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২৫, ০৩:৩২ পিএম জুলাই স্মরণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হবে অনুষ্ঠান

জুলাই অভ্যুত্থানের শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  
বুধবার (১৬ জুলাই) এই বরাদ্দ ও মঞ্জুরি আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান পালন উপলক্ষে ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বিভাজন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হলো। 
সংশ্লিষ্ট দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তাদের উল্লিখিত অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে এ আদেশে।

Side banner