• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

শিক্ষকের গ্রাম পাহাড়িয়াকান্দি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুলাই ১৩, ২০২৫, ০৬:১৫ পিএম শিক্ষকের গ্রাম পাহাড়িয়াকান্দি

বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের পাহাড়িয়াকান্দি গ্রামকে শিক্ষকের গ্রাম বলা হয়। এই গ্রামের অগণিত কৃতি সন্তান শিক্ষকতা পেশার সাথে জড়িত। একসময় এই গ্রামের শিক্ষক মরহুম মো. নোয়াজ আলি মাস্টার, তাহের মাস্টার, মীর মো. আউয়াল মাস্টার, আবদুর রহমান, মো. ওহাব মাস্টার, মীর আবুল কাশেম, মাওলানা মীর মো. জুলফিকার আলি, চানু মাস্টার, মো. সিরাজুল ইসলাম সুরুজ ও রবিউল্লা মাস্টার অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা করেছিলেন। 
তাদের মৃতে্যুর পর এই গ্রামের আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আব্দুল অহিদ, মীর মো. হানিফ, আহছানউল্লাহ মাস্টার শিক্ষকতা পেশায় যথেষ্ঠ অবদান রেখেছেন। 
বর্তমানে মো. হিরু মিয়া, মাওলানা মীর মো. মনিরুজ্জামান, মেজবাহ উদ্দীন ইরান, মীর রফিকুল ইসলাম, দেলোয়ারা বেগম, জুলিয়া আক্তার, মাহমুদা জেরিন, আব্দুল অদুদ সরকার, শিউলি আক্তার, সাজিদুল ইসলাম রফিক, আদিল হোসেন, তাছলিমা আক্তার, শফিকুল ইসলাম, আমির হোসেন, দেলোয়ার হোসেন, শিরিন আক্তার, রুজিনা আক্তার, জলি আক্তার, হাফেজ আবুল কাশেম, আরিফা আক্তার, সুলতানা পপি, শিফা আক্তার, মীর তাইজুল ইসলাম, রাজিয়া সুলতানা, হাসিনা আক্তার, ফরিদা আক্তার, রত্না আক্তার, কোকিলা আক্তার, রুমা আক্তার, মীর মো. শাহাবুদ্দীন, নাছরিন আক্তার ও সালমা আক্তার শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছেন। 
এদের মধ্যে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মো. রফিকুল ইসলাম টানা ৩ বার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বাঞ্ছারামপুর বার্তা পত্রিকার পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হয়ে সম্মাননা ক্রেস্ট পেয়েছিলেন।

Side banner