ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১১ জুলাই) এসআই প্রবোধ দাশের নের্তৃত্বে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কানাইনগর স্টিল ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খিরনাল গ্রামের জহির মিয়ার স্ত্রী মাজেদা বেগম, একই গ্রামের ফয়সাল মিয়ার স্ত্রী তাসলিমা এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভোলা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া।
পরে আটককৃতদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।
আপনার মতামত লিখুন : :