• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ধর্ষণ মামলায় গ্রেপ্তার পটিয়ার নয়ন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুলাই ৭, ২০২৫, ১২:৪৮ পিএম ধর্ষণ মামলায় গ্রেপ্তার পটিয়ার নয়ন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের পাঠান পাড়া এলাকার বাসিন্দা নাইমুল তসরফ নয়নকে (২৫) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশ নগরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাইমুল তসরফ নয়নের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। তিনি পাঠান পাড়ার বাসিন্দা আহম্মদ হোসেনের ছোট ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নাইমুল তসরফ নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলাটি তদন্তে প্রমাণ পাওয়ার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Side banner