• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

চুলে অ্যালোভেরা ব্যবহার, জেনে নিন কী হয়


বাঞ্ছারামপুর বার্তা | নারী ডেস্ক জুলাই ৭, ২০২৫, ১১:২৭ এএম চুলে অ্যালোভেরা ব্যবহার, জেনে নিন কী হয়

ত্বক বা চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করে থাকেন অনেকেই। এর কোমল এবং হাইড্রেটিং বৈশিষ্ট্যের কারণে এটি কন্ডিশনার, শ্যাম্পু এবং চুলের মাস্ক হিসেবেও ব্যবহার করা হয়। কাঁচা অ্যালোভেরা জেল কি সরাসরি আপনার চুল এবং মাথার ত্বকে ব্যবহার করেন? অ্যালোভেরা এভাবে চুলে ব্যবহার করা কি উপকারী? চলুন জেনে নেওয়া যাক, চুলে অ্যালোভেরা ব্যবহার করলে কী হয়-
১. মাথার ত্বকের জ্বালাপোড়া কমায়
অ্যালোভেরার প্রাকৃতিক প্রশান্তিদায়ক গুণ মাথার ত্বকের লালচে ভাব, চুলকানি এবং জ্বালাপোড়া কমাতে কাজ করে, যা সংবেদনশীল মাথার ত্বকের জন্য এটি একটি উপকারী ও কার্যকরী প্রতিকার হতে পারে। তাই মাথার ত্বক ঠান্ডা রাখতে এটি ব্যবহার করতে পারেন।
২. খুশকি নিয়ন্ত্রণ করে
অ্যালোভেরার অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর কারণে তা খুশকির সমস্যা নিয়ন্ত্রণে কাজ করে। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে খুশকি দূর করা সহজ হয়। এটি মাথার ত্বকের সংক্রমণ প্রতিরোধ করতে কাজ করে।
৩. চুল হাইড্রেট করে
অ্যালোভেরা একটি চমৎকার প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা মাথার ত্বক এবং চুলের গোড়ায় পুষ্টি জোগায়, চুলের শুষ্কতা এবং ভঙুরতাও কমায়। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে তা চুলকে হাইড্রেট রাখতে কাজ করে। ফলে চুল থাকে প্রাণবন্ত ও উজ্জ্বল।
৪. চুল লম্বা করে
অ্যালোভেরা চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং মাথার ত্বকে রক্ত প্রবাহ বাড়ায় বলে মনে করা হয়, যা চুলের বৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে। যারা লম্বা চুল পেতে চান তারা নিয়মিত চুলে অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। এতে দ্রুতই উপকার পাবেন।

Side banner