• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসবের আনুষ্ঠানিকতা


বাঞ্ছারামপুর বার্তা | বিকাশ স্বর্ণকার, সোনাতলা  জুলাই ৭, ২০২৫, ০১:২৪ পিএম উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসবের আনুষ্ঠানিকতা

বগুড়ার সোনাতলায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শনিবার বিকেলে (৫ই জুলাই) আয়োজক ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় চিল্লিপাড়ায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়। এদিকে জেলার অন্যতম রথ উৎসব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বগুড়া ইসকন মন্দির আয়োজিত উল্টো রথযাত্রায় শত শত ধর্মপ্রান হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি ঘটে। বর্ণিল সাজে সজ্জিত উল্টো রথে বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ ভক্তরা অংশগ্রহণ করেন। 
রথযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এলিট ফোর্স র‌্যাব সদস্য, সেনাবাহীনির সদস্য, ডিজিএফআইয়ের সদস্য, এনএসআই, ফায়ার ব্রিগেড, এম্বুলেন্স, বিদ্যুৎ বিভাগ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
রথটি ইসকন মন্দির থেকে সাতমাথা, দত্তবাড়ি, বড়গোলা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেসময় জগন্নাথ ভক্তদের কীর্তনে কীর্তনে উৎসবটি মুখরিত ছিলো। 
বগুড়া ইসকন মন্দির এর অধ্যক্ষ ও শেরপুর ইসকন মন্দিরের সভাপতি খরাজিতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী জানান, ভজন, কীর্তন, মঙ্গল আরতি ও নারকেল ফাটিয়ে উল্টো রথের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইসকন মন্দিরের সভাপতি দিলিপ কুমার দেব বলেন, প্রসাশন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সহযোগিতায় সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এবারের রথযাত্রাটি সমাপ্ত হয়েছে এজন্য ইসকন মন্দিরের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 
তিনি আরো বলেন, রথে তু বামনাং দৃষ্টা,পুনর্জন্ম ন বিদ্যতে অর্থাৎ, রথে উপবিষ্ট বামন (জগন্নাথ দেব)কে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না।

Side banner