• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নবীনগরে উদ্ভাবনী আইডিয়া “আমিও পারবো” অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন  জুলাই ৭, ২০২৫, ০৫:৪৪ পিএম নবীনগরে উদ্ভাবনী আইডিয়া “আমিও পারবো” অনুষ্ঠিত

‘আমরা মেধা বিকাশে কাজ করি’ নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর মহিলা কলেজে অনুষ্ঠিত হলো উদ্ভাবনী আইডিয়া “আমিও পারবো” অনুষ্ঠান। 
সংগঠনের সভাপতি ও উদ্ভাবনী আইডিয়ার আবিষ্কারক নবীনগর আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। 
নবীনগর উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানিক ভূঁইয়া।
রেজিস্ট্রেশন পর্ব, মেধা মূল্যায়ন পর্ব (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ), প্রতিভা অন্বেষণ পর্ব (সংগীত, আবৃত্তি, গল্প বলা ও অভিনয়), বাক পাণ্ডিত্য পর্ব (উপস্থিত বক্তৃতা ও ইংরেজি পঠন সাবলীলতা), কুইজ প্রতিযোগিতা পর্বসহ ছয়টি পর্বে পরিচালিত হয় অনুষ্ঠানটি।
আখাউড়া উপজেলার ওমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সদর উপজেলার মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, বিজয়নগর উপজেলার সত্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান, আখাউড়া উপজেলার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহজালাল, বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজাসহ জেলার বিভিন্ন উপজেলার ৫জন গুণী শিক্ষক মেন্টর ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
ভয়ভীতিমুক্ত ও আনন্দঘন পরিবেশে শিশুদের মেধা বিকাশের এ উদ্ভাবনী আইডিয়া “আমিও পারবো” অত্যন্ত বাস্তবসম্মত ও যুগোপযোগী।

Side banner