• ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন জুলাই ৫, ২০২৫, ০৬:২০ পিএম বাঞ্ছারামপুরে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের শিক্ষকদের সমন্বয়ে একটি পেশাজীবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোনারামপুরের শিক্ষক সমাজ তাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ ও স্বনির্ভরতা অর্জনে আজ শনিবার (৫ জুলাই) সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সংগঠনের কার্যক্রম শুরু করে। 
এটি একটি অরাজনৈতিক, উন্নয়নমুলক ও সেবামুলক পেশাজীবী সংগঠন। সংগঠনের কমিটি ৩১ সদস্য বিশিষ্ট। মাসে ৫০০ শত টাকা ডিপোজিটের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। 
সংগঠনের সভাপতি পিটিআই সুপারিনটেনডেন্ট মো. ফারুক আহামেদ এর সভাপতিত্বে ও বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দীন, বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, সোনারামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ছগীর আহমেদ, নরসিংদী মডেল স্কুলের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মো. মমিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সরকারী শিক্ষক শাহিদা সুলতানাসহ অন্যান্যরা। এ সময় সাংবাদিক মো. আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ সময় বক্তারা বলেন, শিক্ষকগণ কর্মস্থলে সঠিকভাবে দায়িত্বপালন করবে এবং এই সংগঠন শিক্ষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Side banner