কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে স্থাপিত রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম।
এ সময় রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, অত্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মো. আমির হোসেন ভূঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য ও কাশীনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল গনি মিয়া প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অত্র কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকলে হবে না। অভিভাবকদেরও সন্তানদের লেখাপড়ার প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষক ও অভিভাবকবৃন্দের সূচিন্তিত মতামত পরামর্শ ও দিক-নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন : :