• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে আম পাড়তে যেয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৫


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান মে ১৭, ২০২৫, ০১:৪১ পিএম বাঞ্ছারামপুরে আম পাড়তে যেয়ে সংঘর্ষ, টেটাবিদ্ধ ৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সিয়াম (১৯) ও নবীর (৩৫) নামে ৫ ব্যক্তি টেটাবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে। বাকী ৩ জনের নাম জানা যায়নি।
শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ফরদাবাদের রবিবাজার সংলগ্ন পোড়াবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 
স্থানীয়রা টেটাবৃদ্ধ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে অবস্থা খারাপ হলে দ্রুত তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মতিন ও জামান মিয়ার সাথে প্রতিবেশী সিয়াম ও নবী মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে সিয়াম আম গাছ থেকে আম পাড়তে গেলে মতিন মিয়া গালিগালাজ করে। এসময় দু পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও টেটা নিয়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Side banner