• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নবাবগঞ্জে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাঞ্ছারামপুর বার্তা | অলিউর রহমান মিরাজ মে ১৬, ২০২৫, ০২:৪৪ পিএম নবাবগঞ্জে ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম জামাল হোসেন (৩৮)। তিনি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামের আনসার আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে তার নিজ বাসার  সামনে থেকে তাকে আটক করেন নবাবগঞ্জ থানার এসআই এমদাদুল হক। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
নবাবগঞ্জ থানার ওসি আঃ মতিন জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি জামাল হোসেন কে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Side banner