খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে বিপুল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। রবিবার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকেই বিহারগুলোতে ভিড় করেন নানা বয়সী বৌদ্ধ নারী-পুরুষ পুণ্যার্থীরা। ভোরবেলা বুদ্ধ পূজার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
পুণ্যার্থীরা এদিন বুদ্ধের জন্ম, বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণের মাহাত্ম্য স্মরণে অংশ নিচ্ছেন নানান ধর্মীয় কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে প্রদীপ প্রজ্বালন, পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল পালন, ধর্মদেশনা, ভিক্ষু সংঘকে দান ও সংগীত পরিবেশনা।
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিহার অধ্যক্ষ, ভিক্ষু সংঘসহ কয়েকশ পুণ্যার্থী। বৌদ্ধ বিহার প্রাঙ্গণেবিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পুণ্যার্থীরা জানান, ‘প্রতি বছর এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা শান্তি, মৈত্রী ও সহমর্মিতার বার্তা নিয়ে এই উৎসব উদযাপন করি।’
খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ক্ষেমাসেরা মহাথের বলেন, আজ বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত দিন। এই দিন সব বৌদ্ধ ধর্মালম্বীদের একটি বিশেষ দিন। এই দিনটির স্মরণে আজকে বিহারে পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে, যা বিহার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় অংশ নেবেন বুদ্ধ ভিক্ষু, ধর্মীয় অনুসারী এবং নানা বয়সের পুণ্যার্থী।
এছাড়া সন্ধ্যায় আয়োজন করা হবে ফানুস উত্তোলনের। শত শত আলোকিত ফানুস আকাশে ওড়ে বুদ্ধ পূর্ণিমার শান্তির বার্তা ছড়িয়ে দেবে।
আপনার মতামত লিখুন : :