• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ত্বকের দাগ ছোপ দূর করবে ভিটামিন সি


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক মে ১১, ২০২৫, ১১:২৭ এএম ত্বকের দাগ ছোপ দূর করবে ভিটামিন সি

গরমের সময়ে যখন মুখে বেশি ক্রিম বা তেল ব্যবহার করা যায় না, তখন ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে গ্লিসারিন ও ভিটামিন সি দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। এতে ত্বক নরম ও মসৃণও থাকবে, কালচে দাগছোপও পড়বে না।
বিভিন্ন কারণে ত্বকে পড়ে কালচে দাগ-ছোপ। হরমোনের ভারসাম্যহীনতা, হাইপারপিগমেন্টেশনসহ বেশ কয়েকটি কারণে মুখের চারপাশে কালো দাগ বা ছোপ পড়তে পারে। ত্বক সুস্থ, সতেজ ও ঝলমলে রাখতে সাহায্য করে কোলাজেন। কিন্তু বয়সের সঙ্গে কোলাজেন উৎপাদন কমে যায়। তাই ত্বকের বলিরেখা ঠেকাতে, কালচে দাগছোপ হালকা করতে, ত্বক জেল্লা বৃদ্ধি করতে তাই প্রয়োজন ভিটামিন সি।
গরমের সময়ে যখন মুখে বেশি ক্রিম বা তেল ব্যবহার করা যায় না, তখন ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে গ্লিসারিন ও ভিটামিন সি দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। এতে ত্বক নরম ও মসৃণও থাকবে, কালচে দাগছোপও পড়বে না।
২ চা-চামচ গোলাপ জল, ১ চামচ গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তৈরি করে ফেলতে পারবেন ভিটামিন সি সিরাম। এটি তৈরি করতে একটি শিশিতে ভিটামিন সি’র গুঁড়ো আগে ঢেলে তার পর গোলাপ জল মিশিয়ে নিন। এরপর তাতে মিশিয়ে নিন ভিটামিন ই ক্যাপসুল। তারপর গ্লিসারিন দিয়ে ভাল করে ঝাঁকান। ঘরে বানানো এ ভিটামিন সি সিরাম প্রতি রাতে ব্যবহারে আপনার ত্বকের দাগছোপ দূর হবে অল্প দিনেই।
ত্বকের মলিনভাব দূল করতে ভিটামিন সি সমৃদ্ধ আরো একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন ঘরে বসেই। এ জন্য ২ চামচ গ্লিসারিনে ১ চামচ ভিটামিন সি পাউডার মিশিয়ে তার সঙ্গে এক চা-চামচ দই মেশাতে হবে। সপ্তাহে তিন দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর হবে।
এছাড়া রোদে পোড়া দাগ তুলতে ব্যবহার করতে পারেন গ্লিসারিন ও লেবুর ফেসপ্যাক। এক চামচের মতো গ্লিসারিনের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে তা দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। প্রতি রাতে শোয়ার আগে প্যাকটি দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ময়েশ্চারাইজার মেখে নেবেন। ত্বকে বার্ধক্যের ছাপ এড়াতে সাহায্য করবে এটি।

Side banner