• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজন বরখাস্ত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ৯, ২০২৫, ০৬:৫৩ পিএম চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা সহকারী (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান।
সূত্রে মতে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভূমি অফিসের এ দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি করে আসছেন। সাম্প্রতিক সময়ে তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার দৃষ্টিগোচর হলে ৭ মে দুই কর্মকর্তাকে সাময়িক দরখাস্ত করেন।
এ বিষয়ে জাকিয়া সরওয়ার লিমা বলেন, ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজী মো. ইউসুফ ও মো. মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করার ব্যবস্থা নেওয়া হয়।

Side banner