• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

তোজাম্মেল হক বকুলের জন্মবার্ষিকী আজ


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৫, ০৭:৪০ পিএম তোজাম্মেল হক বকুলের জন্মবার্ষিকী আজ

দেশের সর্বোচ্চ ব্যবসার মাইল ফলক ‘বেদের মেয়ে জোসনা’ ছবির পরিচালক তোজাম্মেল হক বকুল। যে ছবিটি আজ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রে সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে বেশি প্রদর্শিত  বেদের মেয়ে জোসনার সফল পরিচালক তোজাম্মেল হক বকুল ১৯৫৮ সালের ১৩ ডিসেম্বর, সিরাজগঞ্জের সিমলার ভাটপিয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন।
চিত্রপরিচালক আবদুস সামাদ খোকনের হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন তোজাম্মেল হক বকুল। আবদুল্লাহ আল মামুন, মতিউর রহমান পানু ও আরো বেশ ক’জন পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন।
তাঁর পরিচালিত প্রথম ছবি ছিল ‘বেদের মেয়ে জোসনা’, যা মুক্তিপায় ১৯৮৯ সালে। প্রথম ছবিতেই তিনি বাজিমাৎ করেন। ব্যবসায়ীভাবে বিস্ময়কর সাফল্য অর্জন করে তাঁর নির্মিত ‘বেদের মেয়ে জোসনা’।
তোজাম্মেল হক বকুল পরিচালিত অন্যন্য সিনেমা হলো শঙ্খমালা, দিলরুবা, রঙ্গিলা, অচিন দেশের রাজকুমার, গাড়ীয়াল ভাই, পাগল মন, বালিকা হলো বধূ, বাঁশীওয়ালা, গরীবের বিচার নাই, আবদুল্লাহ, গলায় গলায় পীরিত, রাখাল রাজা, নাচনেওয়ালী, রাঙ্গা বাইদানী প্রভৃতি।
অত্যন্ত নিরিহ, সহজ-সরল ও খুব ভালো মনের মানুষ ছিলেন তোজাম্মেল হক বকুল। এই গুণী চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের নির্মাতা হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

Side banner