৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আশা জাগানিয়া মানবতা” শ্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঞ্ছারামপুর আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা আয়োজন করে স্থানীয় যুব রেড ক্রিসেন্ট টিম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইমন হাসান ও সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় প্রধান মো. রাসেল মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সোবহানিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আমিন উদ্দিন, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদুল ইসলাম, বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিদনী বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠন প্রশাসন বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, মো. ফয়সাল, মোহাম্মদ আলী, আফসারুল, নাঈম, আরিফুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. সবুজ প্রমুখ।
মোহাম্মদ গোলাম ফারুক বলেন, “রেড ক্রিসেন্ট একটি মহৎ সংগঠন, যারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ মোকাবেলায় এই সংগঠনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অবদান অসামান্য। তরুণ প্রজন্মকে রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।”
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ বলেন, “রেড ক্রিসেন্ট শুধুমাত্র দুর্যোগকালেই নয়, সারা বছরব্যাপী নানান মানবিক উদ্যোগে অংশ নেয়। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে ইমন হাসান বলেন, “আমরা মানবতার জন্য কাজ করি। রেড ক্রিসেন্ট কেবল নাম নয়, এটি একটি মানবিক আন্দোলন। নতুন প্রজন্ম যেন এ আদর্শ ধারণ করে, এটাই আমাদের চাওয়া।”
আপনার মতামত লিখুন : :