• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ক্যাডেটরা জাতির সম্ভাবনাময় সম্পদ: বিএনসিসি মহাপরিচালক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৫, ০৫:৩৪ পিএম ক্যাডেটরা জাতির সম্ভাবনাময় সম্পদ: বিএনসিসি মহাপরিচালক

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিদর্শন করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ।
শনিবার (১৭ মে) সকাল ১১টার দিকে তিনি পূর্বাচল আমেরিকান সিটিতে ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) তাকে স্বাগত জানান। এ সময় তাকে গ্রিন ইউনিভার্সিটি বিএনসিসি প্ল্যাটুন কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ বিএনসিসি ইউনিটের ক্যাডেটদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি ক্যাডেটদের আত্মউন্নয়ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি ভবিষ্যতের দক্ষ ও নৈতিক নেতৃত্বে পরিণত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তোমরা শুধু শিক্ষার্থী নও, তোমরা জাতির সম্ভাবনাময় সম্পদ। নিজেদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.)। তিনি বলেন, বিএনসিসি শুধু একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ছাত্ররা শিখে কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে দেশের জন্য অবদান রাখতে হয়। আমরা গর্বিত যে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই সুযোগ পাচ্ছেন।
পরে বিএনসিসি মহাপরিচালক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। এ সময় বিশ্ববিদ্যায়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ্, বিএনসিসি নৌ উইংয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল বিন রশীদ, গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর ড. মো. দেলোয়ার হোসেনসহ বিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয় এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রম ও সহযোগিতার বিষয়ে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Side banner