“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও পিইডিপি-৪ কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুর উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, বাঞ্ছারামপুর শিক্ষক সমিতির সভাপতি সেমিল রেজা ও সাধারণ সম্পাদক টিপু।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তির আধুনিক সুবিধা নিশ্চিত করতে ল্যাপটপ বিতরণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে পাঠদান পদ্ধতি আরও সহজ ও আধুনিক হবে, পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও প্রযুক্তিনির্ভর হবে। শিক্ষার্থীদের মাঝেও প্রযুক্তির প্রতি আগ্রহ ও আধুনিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপজেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন : :