• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পাকিস্তানে এক রাতের জন্য কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া?


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক মে ১২, ২০২৫, ০৬:৪৮ পিএম পাকিস্তানে এক রাতের জন্য কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া?

বলিউড হোক বা হলিউড- অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মডেলিং শো বা কারও ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত হওয়া যেকোনো সেলিব্রিটির কাজের অংশ হিসেবেই ধরা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন তারকারা।
বলিউড তারকা অক্ষয় কুমার থেকে শুরু করে কিং খান শাহরুখ- কেউই বাদ যান না। আর অভিনেত্রীদের কথা তো বলাই বাহুল্য। ব্যক্তিগত কোনো ইভেন্টে তাদের আমন্ত্রণ জানাতে হলে আয়োজককে গুনতে হয় কোটি টাকা। তবে এখানে ব্যতিক্রম ঐশ্বরিয়া রাই। যার অভিনয় থেকে রূপ সবকিছু নিয়ে নেটিজেনরা বেশ প্রশংসা করেন, সেই ঐশ্বরিয়া খুব একটা ব্যক্তিগত ইভেন্টে যান না বলা চলে। ক্যারিয়ারের একদম শীর্ষ সময়ে যেমন তিনি কোথাও খুব একটা যেতেন না, তেমন এখনও বড় কোনো ফিল্ম ফেস্টিভ্যাল না হলে তার দেখা মেলা ভার।
তবে একটা সময় ছিল, যখন সুন্দরী অভিনেত্রীকে একবার নিমন্ত্রণ জানানোর জন্য মরিয়া থাকতেন দেশ বিদেশের নাম করা ভক্তরা। ২০০৮ সালে এমনই একটা নিমন্ত্রণ রক্ষা করে ছিলেন ঐশ্বরিয়া, তেমনটাই শোনা যায়। ভারত-পাকিস্তান ইস্যুতে নানা পুরোনো বিষয় নতুন করে সামনে চলে আসায় আবারও কথা হচ্ছে ঐশ্বরিয়ার সে সময়ের একটি সফর নিয়ে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ছিলেন ঐশ্বরিয়ার বড়ো ভক্ত। তিনিই চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনাতে।
প্রতিবেদনে আরও বলা হয়, নিজের এই ইচ্ছে পূরণের জন্য পাকিস্তানের রাষ্ট্রপতি ব্যয় করেছিলেন ১০ কোটি টাকা। যদিও এর কোনও প্রমাণ এখনও পর্যন্ত নেই। তবে খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন ক্ষেত্র থেকে। তবে এই প্রসঙ্গে ঐশ্বরিয়া কোনোদিন মুখ খোলেননি।

Side banner