• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কানে যাচ্ছে ‘বাঙালি বিলাস’


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক     মে ৯, ২০২৫, ০৭:২৫ পিএম কানে যাচ্ছে ‘বাঙালি বিলাস’

সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে নেওয়া হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বাঙালি বিলাস’। উৎসব চলাকালে নির্মাতাদের উদ্যোগে ছবিটি প্রদর্শিত হবে সেখানে।
কী নিয়ে এই সিনেমা? যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে উপজীব্য করে দর্শককে এক গভীর সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা দিতে বানানো হয়েছে ‘বাঙালি বিলাস’। নির্মাতা এবাদুর রহমান জানান, ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামোয় দুটি মুসলিম নারী চরিত্র, মিত্রা ও রুশতী, এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে!
‘বাঙালি বিলাস’ প্রসঙ্গে এবাদুর রহমান বলেন, “বাঙালি বিলাস” শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত “বাঙালি ছবি”র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’
‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্র-ধারার বাইরে গিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটির দৈর্ঘ্য ১৯০ মিনিট। চলতি মাসের ১৮ তারিখ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের ‘বাঙালি বিলাস’ ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন, ঢাকার ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান, সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

Side banner