• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নাটোরে সাবেক পৌর মেয়র মনির গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১০, ২০২৫, ০৫:৪৩ পিএম নাটোরে সাবেক পৌর মেয়র মনির গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে মনিরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গতরাতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের মারপিট ও চাঁদাবাজির ঘটনার একটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে লালডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

Side banner