ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ি” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে কোমলমতি শিশুদের মেধাবিকাশে পাঠ্যপুস্তকের বাইরেও কিছু পদক্ষেপ থাকে। সেই পদক্ষেপের নিয়মিত শিক্ষার অংশ হিসাবে কোমলমতি শিশুদের মাঝে সুন্দর হাতের লেখা, কবিতা আবৃতি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, জাসাসের উপজেলা আহ্বায়ক এম এ সালাম।
শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন মো. আরফান মিয়া, আসমা জাহান স্বপ্না, মমতাজ বেগম, ওমর ফারুক, প্রদীপ দাস, মো. ফারুক মিয়া, সৈয়দ ওসমান, মোজাফফর হোসেন, অহিদুজ্জান প্রমুখ।
বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পাঠ্যপুস্তকের বাইরে এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মনোবল দৃঢ় করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার মনোবল বাড়ায়।
আপনার মতামত লিখুন : :