• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না: জয়া


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক মে ৬, ২০২৫, ০২:৫৫ পিএম সব প্রতিশ্রুতি মিথ্যা, কেউ পাশে থাকে না: জয়া

অভিনয়কে তিনি ধারণ করেছেন শিরা-উপশিরায়, হয়ে উঠেছেন এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় মুখ। বলছি জয়া আহসানের কথা। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।
এদিকে, পরিচালক পিপলু আর খানের পরিচালনায় তৈরি সিনেমা ‘জয়া আর শারমিন’ এ অভিনয় করেছেন জয়া। যেখানে উঠে এসেছে করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প।
প্রতিটি মানুষের জীবনের থাকেই ভাঙা-গড়ার গল্প। জীবনে চলার পথে একাধিক সম্পর্ক তৈরি হয়। সে সব সম্পর্ক রক্তের নয়। তেমনই এক সম্পর্কে জড়িয়েছেন ‘জয়া ও শারমিন’। যদিও জয়া জানেন, সব প্রতিশ্রুতি আসলে মিথ্যে! শেষ পর্যন্ত নাকি কেউ পাশে থাকে না।
এই ছবিতে প্রথম বার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। ছবিতে দুই জন মুখ্য চরিত্র জয়া এবং তার গৃহকর্মী শারমিন। আগামী ১৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 
ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, আমরা এই কোভিডের সময় এই ছবিটার শুটিং করি। যখন সকলে বাড়ি থেকে প্রায় অবসাদে ডুবে যাচ্ছিলেন। তখনও অল্প ইউনিট নিয়ে ছবিটি ক্যামেরাবন্দি করা হয়। কিন্তু ছবিটা বেশ বড়। দু’জন আলাদা সামাজিক অবস্থানে বেড়ে ওঠা দুই নারীর বন্ধুত্বের গল্প।
ব্যক্তিগত জীবনেও জয়া গৃহকর্মীর সঙ্গে নিজের কোনও বিভাজন দেখেন না। অভিনেত্রীর কথায়, আমার মা, ভাইবোন, পোষ্য এরা যেমন পরিবার, আমার গৃহকর্মীরাও আমার বাড়ির লোক।
সিনেমার গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু ও জয়া। সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

Side banner