• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঢাকার বাতাস আজ সংবেদনশীল, স্কোর ১২৬


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ৬, ২০২৫, ০১:৪০ পিএম ঢাকার বাতাস আজ সংবেদনশীল, স্কোর ১২৬

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ১২ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১২৬ স্কোরে রয়েছে ঢাকার বাতাস। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
মঙ্গলবার (৬ মে) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য পাওয়া গেছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় আজ প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর। বায়ুর মান ১৭৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৭১। তৃতীয় স্থানে থাকা সৌদি আরবের রাজধানী রিয়াদের বায়ুর স্কোর ১৬৫। চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো (বায়ুর মান ১৬৫)। দূষণে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে চীনের সাংহাই, কাতারের দোহা ও বাহারাইনের মানামা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Side banner