• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আইএসের প্রচারণায় ইতালিতে বাংলাদেশি ২ যুবক আটক


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক মে ১৩, ২০২৫, ০১:৪২ পিএম আইএসের প্রচারণায় ইতালিতে বাংলাদেশি ২ যুবক আটক

ইতালির দ্বীপ সিসিলির রাজধানী পালেরমো থেকে শুক্রবার দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসবাদের উসকানি’ দেওয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও পরিবহণমন্ত্রী মাত্তেও সালভিনি। ইনফোমাইগ্রেন্টস সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে সালভিনি বলেন, ‘জিহাদ ও সন্ত্রাসবাদে উসকানি দেওয়া কোনো ব্যক্তি ইতালিতে থাকতে পারে না। তাদেরকে এখনই বহিস্কার (ইতালি থেকে) করা হোক।’
ইতালির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনসার খবরে বলা হয়েছে, আটক ওই দুই বংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিহাদ করার আহ্বান’ জানিয়ে পোস্ট দিয়েছিলেন।
সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে উসকানি দেওয়ার অভিযোগে পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদেরকে আটক করা হয়। তাদেরকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আটক দুই ব্যক্তির বয়স ১৮ ও ২১ বছর। আনসা জানায়, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণা সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। তা ছাড়া তাদের বিরুদ্ধে জিহাদ, শহীদ হওয়া ও সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে।

Side banner