• ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে প্রযুক্তিনির্ভর ‘খামারি অ্যাপস’ উদ্বোধন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ৬, ২০২৫, ০৭:১৬ পিএম বাঞ্ছারামপুরে প্রযুক্তিনির্ভর ‘খামারি অ্যাপস’ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর ‘খামারি অ্যাপস’ উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপস ব্যবহার করে কৃষকরা জমির উপযোগী ফসল বাছাই, সার প্রয়োগের সঠিক পরামর্শসহ আধুনিক কৃষি ব্যবস্থাপনায় দিকনির্দেশনা পাবেন। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার দরিকান্দিতে কৃষকদের নিয়ে অ্যাপসের উপকারিতা নিয়ে মতবিনিময়সভা শেষে অ্যাপসের উদ্বোধন করা হয়। 
এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, খামারি অ্যাপসের মাধ্যমে কৃষকরা অনেক কম সার ব্যবহার করেও বেশি ফলন ঘরে তুলতে পারবেন। এতে একদিকে সারের সাশ্রয় হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য ভালো থাকবে। এ ছাড়া ফসল রোগবালাই থেকে সুরক্ষিত থাকবে। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ সার ভর্তুকির চাপও কমে আসবে।
সরেজমিনে দেখা যায়, দরিকান্দি নয়াবাড়ী এলাকায় ১৫ হেক্টর জমিতে ৪৮ জন কৃষক এই অ্যাপসের সুবিধা নিচ্ছেন। এর আগে পরীক্ষমূলকভাবে এই অ্যাপস ব্যবহার করেছেন কয়েকজন কৃষক। 
তারা জানান, আগে যেভাবে প্রচলিত নিয়মে সার ব্যবহার করতেন, খামারি অ্যাপসের নির্দেশনা মেনে তা প্রায় অর্ধেক কমিয়ে আনলেও ফলনের কোনো ঘাটতি হয়নি। এতে উৎপাদন খরচ কমেছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। 

Side banner