• ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

জাকের ভালো ফর্মে আছে: হৃদয়


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৫, ১২:১৬ পিএম জাকের ভালো ফর্মে আছে: হৃদয়

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবুধাবিতে হেরেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ১০১ রানের জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারিনি টাইগার ব্যাটাররা। টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও দৃষ্টিকটু শট খেলে ১৬ বলে ১০ রান করে ফিরে যান জাকের আলি অনিক। তারপরও জাকেরের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না হৃদয়।
২০২৪ সালে পাঁচ ওয়ানডে খেলে জাকেরের গড় ছিল প্রায় ৫৩। ২০২৫ সালে ছয় ওয়ানডে খেলার পর তা নেমেছে ৩৭.৫০ এ। তারপরও ওয়ানডেতে জাকেরকে ভালো ছন্দে দেখছেন হৃদয়, ‘(এশিয়া কাপের আগে) দারুণ ছন্দে ছিল, এখনো তো মনে হয় ভালোই খেলছে। বিগত ওয়ানডে ইনিংসগুলো যদি দেখেন, আমার মনে হয় ভালো টাচে আছে।’
এক ফরম্যাটের সাথে আরেক ফরম্যাটের তুলনা না করার আহ্বান করেন হৃদয়, ‘আপনাদের সমস্যা, মনে হয় আমার কাছে, একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাট তুলনা করেন।’
জাকেরের পাশে দাঁড়িয়ে হৃদয় বলেন, ‘আমার মনে হয়, সে (জাকের) যথেষ্ট ভালো অবস্থায় আছে। হ্যাঁ, একটা খেলোয়াড় সবসময় ভালো খেলে না। বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক, কখনোই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে পারে না। ব্যাডপ্যাচ যেতেই পারে। আমি ব্যাডপ্যাচও বলব না। হয়ত এক্সিকিউশনে কোথাও ঝামেলা আছে, আশা করি এটাও সামনে ভালো হবে ইনশাআল্লাহ।’

Side banner