• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

স্পেনের বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব’ অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক জুলাই ১৪, ২০২৫, ০১:৪৪ পিএম স্পেনের বার্সেলোনায় ‘বাংলাদেশি উৎসব’ অনুষ্ঠিত

স্পেনের পর্যটননগরী বার্সেলোনায় স্থানীয় সিটি কর্পোরেশনের ‘ফিয়েস্তা মাইয়োর’ এর অংশ হিসেবে বাংলাদেশি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ‘বাংলাদেশ কমিউনিটি বার্সেলোনা’র ব্যানারে স্থানীয় প্লাসা ব্লাংকের্নায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশি উৎসবে প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী পেরে আরাগন। তিনি বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের নিজস্ব সংস্কৃতি লালনের এ ধারার প্রশংসা করেন।
বাংলাদেশি এ উৎসবে শিশু কিশোরদের যেমন খুশি তেমন সাজো ও বড়দের জন্য চেয়ার সিটিং প্রতিযোগিতা ছিল। দেশীয় নানা খাবারের স্টলগুলোতে ছিল প্রবাসীদের ভিড়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও সুইডেন থেকে আগত শিল্পীবৃন্দ।
আয়োজক সংগঠনের সালেহ আহমদ সোহাগ, আবুল কালাম আজাদ ও পারভেজ ইসলাম জানান, বাংলাদেশের সংস্কৃতি প্রবাসে লালন করার জন্য এ আয়োজন। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ উৎসব সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Side banner