• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

কুয়েতে চাঁদাবাজির সময় বাংলাদেশি গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | প্রবাস ডেস্ক জুলাই ৩, ২০২৫, ১২:৩৮ পিএম কুয়েতে চাঁদাবাজির সময় বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। যেখানে একটি সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজিতে যুক্ত থাকার সন্ধান পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, চক্রের সদস্যরা জিলিব আল-শুয়েখ এলাকার প্রবাসীদের ভ্রাম্যমাণ বাজারে (ফুটপাতে) কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে তাদের দুর্বল পরিস্থিতি এবং অবস্থানকে কাজে লাগিয়ে অর্থ আদায় করছেন।
এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কৌশলগতভাবে অভিযান চালায়, যেখানে চাঁদাবাজির চেষ্টা করার সময় হাতেনাতে ধরা পড়া এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দলের বাকি সদস্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জনসাধারণকে সরকারি যোগাযোগ চ্যানেলের মাধ্যমে যেকোনো সন্দেহজনক বা অনুরূপ অপরাধমূলক আচরণের তথ্য জানাতে আহ্বান জানিয়েছে।

Side banner