ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী নিজ গ্রামে সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও মিলাদ মাহফিল ভিন্ন ভিন্ন ভাবে পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় সুজন স্মৃতি পরিষদ এবং ১২টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। তারা সুজনের সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও তাবারক বিতরণ করে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন সময়ে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে।
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে শোক সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তুখোড় ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম এ খালেক পিএসসি বলেন, তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচনে ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬-বাঞ্ছারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালের ৩রা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরের পাশে পাওয়া যায় রূপসদী গ্রামের ক্ষণজন্মা কৃতি সন্তান সুজনের লাশ। আজ ২০২৫ সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয়, ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস। বিএনপি ক্ষমতায় গেলে বাঞ্ছারামপুরের সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন হত্যার বিচার হবে।
বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট মীর হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, মো. সফিকুর রহমান, বিএনপি জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিবুর রহমান, ইউনুস বিএসসি, মো. কবির হোসেন, মো. আরিফুল ইসলাম রিপন, আল আমিন মাঝি, আপেল হাওলাদার, মুসা হায়দার, একরাম হায়দার, শাহনেওয়াজ হাওলাদার, গিয়াস উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন : :