ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক, উজানচর ইউনিয়নের জামায়াতে ইসলামী সভাপতি লিটন মিয়া।
বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ সভাপতি ও কালের কন্ঠের মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি ফয়সল আহমেদ খানের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, সফিকুল ইসলাম, ফজলে রাব্বি রিফাত, সোহাইল আহমেদ, আগা শামিম, পলাশ মিয়া, রিপন সরকার, আশরাফুল ইসলাম মারুফ, আতিকুর রহমান সহ আরো অনেকে।
এসময় অতিথিরা কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সফল পথচলার প্রশংসা করেন এবং তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমটির প্রশংসা করেন।
মোল্লা মোহাম্মদ নাসির বলেন, প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া এই ভূমিকাটি যথাযথভাবে পালন করে চলেছে।
আপনার মতামত লিখুন : :