২০২৪ সালের বৈষম্যবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ৪ তরুণের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পালিত হয়েছে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। শহীদদের আত্মত্যাগের এক বছর পর, মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বিভিন্ন দলের ‘৩৬ জুলাই’ উপলক্ষে উপজেলা জুড়ে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।
সকাল ৯টায় উপজেলার নতুনহাটি গ্রামের শহীদ মো. ইসমাইল হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের প্রতি।
ইউএনও ফেরদৌস আরা বলেন, আপনারা জানেন, আজ ৩৬ জুলাই। গত বছর এই সময়ে আমাদের অনেক সাহসী সন্তান শহীদ হয়েছিলেন। আমরা তাদের শ্রদ্ধা জানাতে একত্র হয়েছি। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন।
শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
এদিকে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এই দিনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আপনার মতামত লিখুন : :