• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিবাহ বিচ্ছেদের পর ম্রুনাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন ধানুষ


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক আগস্ট ৫, ২০২৫, ০১:০৪ পিএম বিবাহ বিচ্ছেদের পর ম্রুনাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন ধানুষ

দক্ষিণী অভিনেতা ধানুষের বিবাহবিচ্ছেদ হয়েছে, খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন এই নায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে এই নতুন গুঞ্জন। 
এছাড়াও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গেছে দু’জনকে। যেখানে তাদের রসায়ন ভক্তদের নজর এড়াতে পারেনি। 
গত ১ আগস্ট ছিল ম্রুনাল ঠাকুরের জন্মদিন। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধানুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে। 
এছাড়াও জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধানুষ। একজন অন্যজনের হাত ধরেই ঘনিষ্ঠভাবে কথা বলছেন। 
এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন, ধানুষ ও ম্রুণাল কি প্রেম করছেন? সেই জল্পনায় ঘি ঢেলেছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সান অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুষ। 
সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও ম্রুণাল ও ধানুষকে একসঙ্গে দেখা গেছে। বেশ ঘনিষ্ঠভাবেই কথা বলছিলেন দুজন।
তাদের এই ঘনিষ্ঠতা দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই, রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর হয়তো ম্রুনালকেই মন দিয়েছেন অভিনেতা। 
একজন নেটিজেন লিখেছেন, এখনও হয়তো আমরা নিশ্চিত নই। কিন্তু কিছু তো একটা চলছে দু’জনের মধ্যে। তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধানুষ ও ম্রুণালকে। 
অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি সমাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কণিকা। সেখানেও ধানুষ ও ম্রুণালকে একসঙ্গেই গেছে। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে, গোপনে চুটিয়ে প্রেম করছেন দক্ষিণী এই তারকা জুটি।