খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জেলা খাদ্য অফিস। বরখাস্তরা হলেন উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার ও নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম।
মঙ্গলবার (৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ অফিসের ভেতরেই কার্ডের জন্য অর্থ আদায় করা হচ্ছিল। নতুন কার্ডের জন্য জনপ্রতি ৫০০ টাকা এবং পুরোনো বা ছেঁড়া কার্ডের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ হওয়ার কথা।
গত ২৭ জুলাই সকাল থেকে উপজেলা খাদ্য অফিসে শত শত মানুষ কার্ড নিতে ভিড় জমান। উপজেলার ১৫টি ইউনিয়নের ৪১ জন ডিলারের মাধ্যমে মোট ২৬ হাজার ২৭টি কার্ডের বিপরীতে চাল বিতরণের ব্যবস্থা করা হয়। প্রতি কার্ডধারী মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পান।
ভুক্তভোগীরা জানান, অফিসের ভেতরে টাকা না দিলে কার্ড পাওয়া যাচ্ছিল না। অভিযোগ রয়েছে, এই অনিয়মের মাধ্যমে ৪১ জন ডিলার ও খাদ্য অফিসের কিছু কর্মকর্তা মিলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক বলেন, ঘটনার বিষয়ে আমার জানা নেই। অফিসের সামনে অনেক কিছুই হয়। খোঁজ নিয়ে দেখতে হবে। আমি মূলত ভালুকায় কর্মরত, গফরগাঁওয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের বলেন, প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় দুইজনকে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :