• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

গুরুদাসপুরে চাঁদা নেওয়ার সময় ভুয়া এনএসআই সদস্য আটক


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ৪, ২০২৫, ১০:৪৬ এএম গুরুদাসপুরে চাঁদা নেওয়ার সময় ভুয়া এনএসআই সদস্য আটক

নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদামে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) রাতে স্থানীয় এনএসআই সদস্যরা সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে। পরে তাকে গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, প্রতারক নাজমুল নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ‘খাবার অনুপযোগী চাল কেনা’র অভিযোগ তোলেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ভুয়া চিঠি দেখিয়ে তিনি ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের ভয় দেখান।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন কথিত এনএসআই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি মীমাংসার জন্য ৫ লাখ টাকা দাবি করেন। সন্দেহ হলে তিনি জেলা এনএসআই কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরে পরিকল্পনা অনুযায়ী, রবিবার রাতে জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা হাতে নিয়ে স্থানীয় এনএসআই সদস্যদের সহায়তায় গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে যান। টাকা নিতে এলে ঘটনাস্থল থেকেই সেনাবাহিনীর সহায়তায় নাজমুলকে আটক করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, প্রতারক নাজমুল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি মামলা হিসেবে রেকর্ড করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।