পাহাড়ে ‘পূর্ণ স্বায়ত্তশাসন’ দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন। এ দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি’ উপলক্ষে সদর উপজেলার কুতুকছড়ি বাজারে সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
দুপুর ২টার দিকে নির্বাণপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক হয়ে কুতুকছড়ি বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, গ্রামের মুরুব্বি পলাশ চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শাসন-শোষণ করে ক্ষমতায় টিকে থাকা গেলে ব্রিটিশরা আজীবন ক্ষমতায় থাকত। হাসিনার ফ্যাসিবাদও শোষণ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পর আর পাহাড়ে অন্যায়, শোষণ বন্ধ হবে। কিন্তু পাহাড়ে শোষণ-নিপীড়ন কমেনি। আজও আমাদের মা-বোনদের ধর্ষিত হতে হচ্ছে। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। ভুঁইফোড় সংগঠনের দাবি মেনে ইউপিডিএফকে ঐকমত্য কমিশন থেকেও বাদ দেওয়া হয়েছে।
অবিলম্বে ‘পূর্ণ স্বায়ত্তশাসনের’ দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।
সমাবেশ থেকে মঙ্গলবার সকালে খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সংগঠনের সমাবেশে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবি জানান বক্তারা।
আপনার মতামত লিখুন : :