গতকাল ইউটিউবে ডিপি মিউজিক স্টেশন চ্যানেলে প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘যত ভালোবাসি তোরে’। প্রসেনজিত মণ্ডলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন অমিত কর।
ভিডিওচিত্র নির্মাণ করেছেন মোহন ইসলাম, মডেল হয়েছেন প্রিয়া অনন্যা ও নয়ন সানী। গীতিকার প্রসেনজিত বলেন, আসিফ ভাইয়ের জন্য আগেও বেশ কয়েকটি গান লিখেছিলাম। বেশির ভাগ গানই রোমান্টিক ঘরানার। এটিও ব্যতিক্রম নয়। আগের গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন, আমার বিশ্বাস এটিও পছন্দ করবেন।
আপনার মতামত লিখুন : :