• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সখিপুরে সন্তানের সামনে মাকে হত্যা, কাঁদছে ছেলে


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ৩, ২০২৫, ০৯:৫৩ পিএম সখিপুরে সন্তানের সামনে মাকে হত্যা, কাঁদছে ছেলে

ঘরের চৌকাঠের সামনে বসে অঝোরে কাঁদছে ৭ বছর বয়সী মেরাজ। মেরাজের চোখের সামনে তার মাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন বাবা। চোখের সামনে এমন নির্মমতা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে সে। রবিবার (৩ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখিপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। 
নিহত গৃহবধূ কাকলি আক্তার (৩৫) উপজেলার মুচারিয়া পাথার গ্রামের মৃত ছবুর মিয়ার মেয়ে। স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ (এক ছেলে ও এক মেয়ে) জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।