• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

শাড়িতে নারীর সৌন্দর্য


বাঞ্ছারামপুর বার্তা | নারী ডেস্ক মে ২০, ২০২৫, ১১:৪০ এএম শাড়িতে নারীর সৌন্দর্য

শাড়িতে নারীর সৌন্দর্য প্রকাশ পায় সবচেয়ে বেশি। তাই তো যে কোনো অনুষ্ঠানে নারী, নিজেকে সাজায় শাড়ির ভাঁজে ভাঁজে। ঘরোয়া কিংবা বাইরের যে কোনো বড় পরিসরের অনুষ্ঠান, সব জায়গাতেই নারীর সাজে শাড়ি থাকে পছন্দের তালিকায় সবার ওপরে। অনেকেই আবার কোনো অনুষ্ঠান ছাড়াই অফিস কিংবা বাড়ির বাইরে যেতে শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই ক্ষেত্রে সুতি শাড়ি এগিয়ে থাকে কয়েক কদম। 
শীত এলেই শাড়িতে আছে বেশ পরিবর্তনের ছোঁয়া। পাতলা শাড়ির জায়গা দখল করে নেয় ভারী কারু কাজের কাতান, সিল্ক, কোটা কিংবা জামদানি। অন্যদিকে শীতের শুরু থেকে উৎসবের লম্বা তালিকা। তাই সময় এবং শীতের আবহ বুঝে বেছে নিতে হয় কোন শাড়িটি পরবেন আপনি। অন্যদিকে শীতের এ সময়ের জন্য উপযুক্ত হচ্ছে কাতান, ঢাকাই বেনারসির নান্দনিক কাজ করা শাড়ি। এসব শাড়িতে থাকে নানা কারুকাজ পুরো শাড়ির জমিনজুড়ে। বিয়ে কিংবা হলুদের অনুষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের শাড়ি সবচেয়ে বেশি মানানসই। 
শাড়ির সঙ্গে মিলিয়ে বানিয়ে নিতে হয় ব্লাউজ। শীতের এ সময়ে লম্বা হাতার ব্লাউজ বানিয়ে নেওয়াই ভালো। এতে শীতের প্রকোপ থেকে সুরক্ষিত থাকা যাবে। শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে গহনা। গহনার ক্ষেত্রে ভারী কাজের শাড়ি হলে কানে এবং হাতে বালা জোড়া কিংবা কাচের চুড়ি পরে নিতে পারেন। বাজারে অনেক স্টোনের চুড়ি পাওয়া যায়। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে এসব স্টোনের চুড়ি বেছে নিতে পারেন। শাড়ির কাজ হালকা হলে গলায় পরতে পারেন ভারী কাজের গহনা। 
শীতের এ সময় লাল, কমলা, হলুদ, সবুজ, গোল্ডেন, মেজেন্ডাসহ যে কোনো রং আপনি বেছে নিতে পারেন ইচ্ছামতো। তবে রাতের অনুষ্ঠানের ক্ষেত্রে গাঢ় রঙের প্রাধান্য দিতে পারেন সবচেয়ে বেশি। অনেকেই এখন শাড়ির সঙ্গে এন্টিক ডিজাইনের গহনা পরে থাকেন। এতে শাড়ি আরও বেশি ফোকাসে থাকে। শাড়ির সঙ্গে ব্লাউজের কালার আগেভাগেই মিলিয়ে বানিয়ে দিন। এতে সময় থাকতে আপনার মাপ অনুযায়ী পছন্দের ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবেন। 
শীতের এ সময়ে বোল্ড ব্লাউজ, বোতাম স্টাইলের ব্লাউজ, থ্রি কোয়ার্টার কন্ট্রাস্ট স্লিভস ব্লাউজ, বেল স্লিভ হাতা ব্লাউজ, ফ্লোরাল ব্লাউজ চোখে পড়ে সবচেয়ে বেশি। সম্পূর্ণ হাত ঢেকে থাকে বিধায় শীতের এ সময়ের জন্য শাড়ির সঙ্গে বেশ মানিয়ে যায় এসব ব্লাউজগুলো। মেকাপের ক্ষেত্রে ভারী মেকাপ করতে পারেন রাতের অনুষ্ঠানে। দিনের ক্ষেত্রে হালকা মেকাপের ছোঁয়াতেই শাড়ির সৌন্দর্য ফুটে উঠবে সবচেয়ে বেশি। 
এ ক্ষেত্রে লক্ষ্য রাখুন শাড়িতে ভারী কাজ থাকলে অবশ্যই হালকা মেকাপ করুন। তবে এ ক্ষেত্রে আঁচলে কেবল ভারী কারুকাজ থাকলে ভারী মেকাপ করে নিতে পারেন। অন্যদিকে শাড়িতে হালকা কাজের ছোঁয়া থাকলে নিজেকে সাজিয়ে তুলুন ভারী মেকাপে। চুলের ক্ষেত্রে শীতের সময় অনেকেই চুল আয়রন করে ছেড়ে রাখতে পছন্দ করেন। এর বাইরে খোঁপা করে নিতে পারেন আর তা সাজিয়ে তুলতে পারেন তাজা ফুলের সুগন্ধে। এতে আপনার নিজের মাঝেও খুব রিফ্রেশ এক ধরনের অনুভূতি কাজ করবে। শাড়ি যেহেতু পরছেন কিছুটা হাই হিল পরতে পারেন। অনেকেই আবার স্লিপারেও নিজেকে বেশ মানিয়ে নেন শাড়ির সঙ্গে।

Side banner