• ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বান্দরবানে পর্যটকের ঢল, আকর্ষণ কেওক্রাডং


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ২, ২০২৫, ১২:১৫ পিএম বান্দরবানে পর্যটকের ঢল, আকর্ষণ কেওক্রাডং

টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে পর্যটক সমাগম বেড়েছে বান্দরবানে। সম্প্রতি পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় অনেকেই ছুটে এসেছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং দেখার জন্য।
বান্দরবান জেলার কাছের পর্যটন কেন্দ্র নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত এখন পর্যটকের পদচারণায় মুখরিত। 
এছাড়া সকাল থেকেই জেলার চাঁদের গাড়ি কাউন্টারে ছিল আগত পর্যটকদের লম্বা লাইন। রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটন স্পট দেবতাখুম, ডিম পাহাড়, কেওক্রাডং, বগালেক, তিন্দু, বড় পাথর পর্যটন স্পটগুলোতে পরিবার-পরিজন আর বন্ধুরা মিলে যেতে হলে প্রয়োজন এই চাঁদের গাড়ির।
এদিকে সরকারি ছুটিতে জেলার আবাসিক, হোটেল-মোটেল, রিসোর্টগুলোর অধিকাংশ রুম আগাম বুকিং হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হোটেল বুকিং না করে আসা পর্যটকরা।
ঢাকার পোস্তগোলা-জুরাইন থেকে আট বন্ধু বাইক রাইড করে প্রথমবারের মতো কেওক্রাডং পর্বতশৃঙ্গ ভ্রমণে এসেছেন। তাদের মধ্যে আলামিন নামে একজন বলেন, প্রথমবার কেওক্রাডং ভ্রমণ তাই আমাদের উচ্ছাসের কমতি নেই। কেওক্রাডং ও বগালেক ভ্রমণ শেষে রুমায় কোনো আবাসিক হোটেলে রাত্রিযাপন শেষে ফিরে যাব বান্দরবান জেলা সদরে। বন্ধুরা মিলে বাইক রাইড করে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করার মাঝে এক অন্যরকম সুখময় অনুভূতি রয়েছে।
হোটেল গার্ডেন সিটির স্বত্বাধিকারী জাফর বলেন, টানা সরকারি ছুটির কারণে বিপুলসংখ্যক পর্যটক এসেছে। আবাসিক রুমগুলো আগে থেকেই অগ্রীম বুকিং হয়ে গেছে। টানা ৪-৫ দিন এমনটা থাকবে। জেলার সব পর্যটন স্পটে ঘোরার সুযোগ থাকায় পর্যটকের সমাগম আরও বাড়বে।
বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, পর্যটন ব্যবসায় কিছুটা চাঙ্গা ভাব ফিরতে শুরু করেছে। সরকারি ছুটিগুলোতে স্বাভাবিক ভাবেই পর্যটকের আনাগোনা বেশি থাকে। রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হলে মন্দা ভাব কাটিয়ে উঠা সম্ভব হবে।
এদিকে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, বান্দরবানে সারাবছরই পর্যটকরা ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকেও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতা বৃদ্ধির কারণে ২০২২ সালের ২০ অক্টোবর জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে জেলার রোয়াংছড়ি, থানচি ও রুমা উপজেলার কয়েকটি এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল।
সর্বশেষ চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ৬টি শর্ত পালন সাপেক্ষে রুমা উপজেলার কেওক্রাডং পর্যটকদের ভ্রমণে উন্মুক্ত করে গণবিজ্ঞপ্তি জারি করল বান্দরবান জেলা প্রশাসন।

Side banner